শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

বিপর্যয়ের আগাম তথ্য জানার লক্ষ্যে ত্রিপুরা সরকারের চুক্তি

ত্রিপুরা নিউজ ডেস্ক: কৃষি পরিবেশ প্রাকৃতিক বিপর্যয় সহ অন্যান্য ক্ষেত্রে আগাম তথ্য জানার লক্ষ্যে ত্রিপুরা সরকার এবং পরিবেশ দপ্তর ও নর্থ ইস্টার্ন স্পেস এপ্লিকেশন সেন্টার ডিপার্টমেন্ট অফ স্পেসের মধ্যে চুক্তি সাক্ষর হলো। ত্রিপুরা সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর ও নর্থ ইস্ট স্পেস এপ্লিকেশন সেন্টারে মধ্যে সোমবার এক মৌ স্বাক্ষর হয়।

রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই মৌ সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইস্টার্ন স্পেস এপ্লিকেশন সেন্টার ডিপার্টমেন্ট অফ স্পেস গভরমেন্ট অফ ইন্ডিয়ার অধিকর্তা ডাঃ এস পি আগারওয়াল, রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজির ডেপুটি সেক্রেটারিসহ অন্যান্য আধিকারিকরা।

এদিনের চুক্তি অনুসারে রাজ্যে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরসহ বিভিন্ন দপ্তরের উন্নয়নে মোট ২১টি প্রকল্প নিয়ে আগামী তিন বছর কাজ চলবে। আগামী তিন বছরে এই ২১ টি প্রজেক্টে মোট চার কোটি ২৩ লক্ষ টাকা ব্যয় হবে। এদিন নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর ডাঃ এস পি আগারওয়াল এই কথা জানালেন।

বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, এই চুক্তির ফলে রাজ্যের ভূমি সংক্রান্ত, বন, জৈব বৈচিত্র, কৃষি ক্ষেত্র, নদী নালা, বন্যা, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি বিষয়ে আগাম তথ্য জানা যাবে। আগে থেকে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষদের সতর্ক করা যাবে। উল্লেখ্য যে এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি বিশেষ কাজে দিল্লিতে অবস্থান করায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *