পাটনা, ৫ অক্টোবরঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিহারের ভোটার তালিকার বিশেষ গভীর পুনঃনিরীক্ষণ সম্পন্ন হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ৯০ হাজারেরও বেশি বুথস্তরীয় কর্মকর্তাকে প্রশংসা করেছেন। দুই দিনের নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার পর তিনি এক প্রেস কনফারেন্সে জানান, কর্মকর্তাদের নিষ্ঠা ও পরিশ্রম ভোটার তালিকার যথাযথতা নিশ্চিত করেছে এবং অন্য রাজ্যগুলির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
কুমার ভোট প্রক্রিয়া আরও সুসংগঠিত করতে নির্বাচন কমিশনের চালু করা ১৭টি নতুন পদক্ষেপ-এর কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড ১৫ দিনের মধ্যে বিতরণ, প্রতি বুথে সর্বাধিক ১,২০০ ভোটারের সীমা নির্ধারণ, প্রার্থীদের স্টল স্থাপনের নিয়মে শিথিলতা এবং নির্বাহক পর্যায়ের কর্মকর্তাদের পারিশ্রমিক বৃদ্ধি। প্রথমবারের মতো ইআরও-দের জন্য ভাতা চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থায় ভোটকেন্দ্রের পাশে ভোটাররা মোবাইল জমা রাখতে পারবে, পাশাপাশি ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হবে, যা ভোটের পর ডিজিটাল ইন্ডেক্স কার্ডসহ অন্যান্য পরিষেবা দ্রুত সরবরাহ করবে।
কুমার বলেন, “বিহারের বুথস্তরীয় কর্মকর্তাদের সমর্পণ ও নিখুঁত কাজ শুধু বিহারের জন্য নয়, সমগ্র দেশের ভবিষ্যৎ নির্বাচনী সংস্কারের জন্য এক শক্তিশালী উদাহরণ।”