শিরোনাম
শুক্র. জানু ২, ২০২৬

বিহার: সকাল ৭টা থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন

বিহার, ০৬ নভেম্বর: বিহার রাজ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টা থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের ভোট শান্তিপূর্ণভাবেই চলছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রথম ধাপে ১২১টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিহার বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩টি। দুপুর ১টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে। এবারের নির্বাচনে মুখোমুখি প্রধান দুটি জোট ক্ষমতাসীন এনডিএ (বিজেপি জোট) এবং বিরোধী মহাজোট।

এনডিএ জোটে রয়েছে বিজেপি, জনতা দল ইউনাইটেড (জেডিইউ), হিন্দুস্তানী আওয়াম মোর্চা এবং বিকাশ শীল ইনসান পার্টি। মহাজোটে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস, সিপিআই (এমএল), সিপিএম এবং সিপিআই।

এছাড়া এবারের নির্বাচনে নতুন সংযোজন প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন ‘জন সুরজ পার্টি’। ভারতের অন্যতম নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের হাত ধরে ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ধরে রাখেন এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল পুনরায় নির্বাচিত হন। ফলে তার নিজের রাজ্যে নতুন দল নিয়ে ভোটে নেমে প্রশান্ত কিশোরকে ঘিরে আগ্রহ এখন গোটা ভারতের।

প্রথম ধাপে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৩২৫ জন, নারী ভোটার ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ২১৯ জন। প্রার্থী রয়েছেন ১ হাজার ৪১৪ জন, যার মধ্যে ১ হাজার ১৯২ জন পুরুষ এবং ১২২ জন নারী।

গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন:

মহাজোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব (রাঘোপুর আসন), এনডিএ প্রার্থী ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (তারাপুর আসন), কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা (লক্ষ্মীসরাই আসন), স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে (সিওয়ান আসন)।

এছাড়া নির্বাচনে আছেন একাধিক তারকা প্রার্থী: বিজেপির লোকসঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর (আলিনগর), আরজেডির ভোজপুরি তারকা কেশরী লাল যাদব, জন সুরজ পার্টির প্রার্থী রীতেশ পান্ডে (কারগাহার)। বাহুবলী খ্যাত ওসামা সাহেব (আরজেডি, রঘুনাথপুর) ও অনন্ত সিং (জেডিইউ, মোকামা) এর প্রতিদ্বন্দ্বিতাও নজর কাড়ছে।

বিহারে দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোট হবে আগামী ১১ নভেম্বর, আর ফলাফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।

এবারের এসআইআর (ভোটার তালিকা সংশোধন) শেষে বিহারে ৫৯ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। সেই প্রভাব ভোটের ফলে কেমন পড়ে, তা পর্যবেক্ষণ করছে পাশের রাজ্য পশ্চিমবঙ্গও, যেখানে বছর শেষে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানেও ইতোমধ্যেই শুরু হয়েছে এসআইআর কার্যক্রম।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *