সন্দীপ / সমীপ, আগরতলা: ত্রিপুরার আরও এক বীর জওয়ান শহীদ হয়েছেন। দেশ সেবায় সর্বোচ্চ বলিদান দিলেন উত্তর ত্রিপুরা জেলাৰ ধর্মনগরের ভাগলপুরের যুবক শম্ভু রায়। আগামীকাল সকাল সাড়ে আটটায় এয়ার ইন্ডিয়া-র বিমানে তাঁর মরদেহ ত্রিপুরায় আসবে। তিনি সিআরপিএফের কোবরা ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। রবিবার ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় শহীদ হয়েছেন তিনি। ওই মাও হামলায় আরও ২২ জন বীর জওয়ান শহীদ হয়েছেন। এই খবর ত্রিপুরায় পৌঁছতেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা সহ ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্য ও বিভিন্ন অংশের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন। এদিকে, ওই হামলায় ত্রিপুরার আরও এক বীর সন্তান গুরুতর আহত হয়েছেন।
শম্ভু রায় ২০১৫ সালে সিআরপিএফের কোবরা বাহিনীতে যোগদান করেছিলেন। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় তাঁর কর্মস্থল ছিল। গতকাল ওই এলাকায় অন্যান্য জওয়ানদের সাথে মাও বিরোধী অভিযানে গিয়েছিলেন তিনি। মাওবাদীদের হামলায় সেখানে শহিদ হয়েছেন ২৩ জওয়ান। তাঁদের মধ্যে ত্রিপুরার বীর সন্তান শম্ভু রায়ও রয়েছেন। শম্ভু রায়ের শহিদ হওয়ার খবর ধর্মনগরে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে। ত্রিশ বছরের শম্ভু পরিবারের চার ভাইবোনের মধ্যে ছোট। ১২ দিন আগে তিনি ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে গিয়েছিলেন। তাঁর বাবা পেশায় একজন কৃষক। ওই খবর আসার পর গোটা পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েন। গ্রামের মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় শহিদ জওয়ান শম্ভু রায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, দেশ সেবায় শম্ভু রায়ের এই আত্মবলিদান ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী শ্রদ্ধার সাথে নমন করছেন। মুখ্যমন্ত্রী এদিন মাওবাদী হামলায় আহত অন্যান্য জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জানা গিয়েছে, আগামীকাল সকালের এয়ার ইন্ডিয়া-র বিমানে শহীদ জওয়ানের মরদেহ আগরতলায় আসবে। বিমান বন্দরে তাঁকে শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ ধর্মনগর নিয়ে যাওয়া হবে। এদিকে আগরতলার অশ্বিনীমার্কেট এলাকার বীর জওয়ান তাপস পাল ওই হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।

