শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আগরতলায় বিক্ষোভ মিছিল

ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে দিন দিন রাজ্য সরকারের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে, এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল এবং মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি করলো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

“রাজ্যের চারিদিকে চলছে খুন সন্ত্রাস আর ধর্ষণ, এটাই কি বিজেপি’র সুশাসন? ” শীর্ষ স্লোগানকে সামনে রেখে শনিবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সদস্য-সদস্যারা আগরতলায় এক মিছিলের আয়োজন করে।

মিছিলটি রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনিরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

সবশেষে তারা আগরতলা বনমালীপুর এলাকার কৃষ্ণ মন্দিরের সামনের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার ঘেরাও করার চেষ্টা করে। তখন বিশাল সংখ্যক পুলিশ বাহিনীতাদেরকে বাধা দেয়। সঙ্গে সঙ্গে তারা সামনের রাস্তা অবরোধ করে বসে।

পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে নিতে চাইলে ধস্ত-ধস্তি শুরু। অবশেষে পুলিশ তাদেরকে গ্রেফতার করে গাড়ি দিয়ে অন্যত্র নিয়ে যায়। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস।

তিনি বলেন, ত্রিপুরার বর্তমান সরকার সুশাসনের নামে সাধারণ মানুষের করের লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্লেক্স লাগিয়ে প্রচার করছে। কিন্তু বাস্তবে সুশাসনের নামে কুশাসন চলছে এই রাজ্যে।

কারণ রাজ্যে প্রায় প্রতিদিনই খুন ধর্ষণ গণধর্ষনের মতো অপরাধ সংগঠিত হচ্ছে। এই ঘটনাগুলির সঙ্গে শাসক দলের প্রভাবশালী নেতারা জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তাই এই সকল প্রভাবশালী নেতাদেরকে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *