শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

মুষলধারে বৃষ্টি, জলমগ্ণ আগরতলা, তীব্র যানজটে কালঘাম ছুটলো ট্রাফিক পুলিশের

আগরতলা: মুষলধারে বৃষ্টির ফলে আজ বুধবার আগরতলার রাজপথ জলমগ্ণ হয়ে পড়েছিল। আগরতলার বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বৃষ্টি থামার অল্প সময়ের মধ্যেই রাস্তার জমা জল নেমে গেছে। মূলত, জল নিষ্কাশনি ব্যবস্থায় আমূল সংস্কারের কারণেই প্রায় ৬৩.২ এমএম বৃষ্টিপাত সত্ত্বেও আগরতলার রাস্তাঘাট দীর্ঘসময় ধরে জলমগ্ণ হয়ে থাকেনি। তবে এদিন বিকেলে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভোগান্তি চরম সীমায় পৌঁছে গিয়েছিল।

আজ আবহাওয়া হঠাত্‍ দুপুরের পর রূপ পরিবর্তন করে নিয়েছিল। আকাশে কালো মেঘ মুষলধারে বৃষ্টিপাতের আভাস দিয়েছিল। অনুমান মতোই, বিকেল সাড়ে তিনটা নাগাদ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এতে মুহূর্তের মধ্যে রাজধানী আগরতলা বিভিন্ন রাস্তা জলমগ্ণ হয়ে পড়ে। অন্যান্য দিনের মতো শকুন্তলা রোড, জেকসন গেইট, বিদুরকর্তা চৌমুহনি, থানা রোড এবং বনমালিপুর্রে কিছু স্থানে জল জমে যায়।

বেশ কিছু সময় মুষলধারে বৃষ্টিপাত হওয়ার পর বিকেল সাড়ে চারটা নাগাদ বৃষ্টি থেমে যায়। তবে ঝিরঝিরে বৃষ্টি অবিরাম চলছিল। এরই মাঝে বিকেল সাড়ে চারটার পর অল্প কিছু সময়ের জন্য পুনরায় প্রচণ্ড জোরে বৃষ্টিপাত শুরু হয়। অবশ্য অল্প কিছুক্ষণ প্রচণ্ড বৃষ্টিপাতের পর আবহাওয়ায় পরিবর্তন আসে। ঝিরঝিরে বৃষ্টি সন্ধ্যার পর পর্যন্ত চলতে থাকে।

ভারী বৃষ্টিপাতের কারণে, জনজীবনে প্রচণ্ড প্রভাব ফেলেছে। কারণ, অফিস এবং সুকল পড়ুয়ারা বাড়ি ফিরতে গিয়ে ভীষণ সমস্যায় পড়েছিলেন। একদিকে রাস্তা জলমগ্ণ, অন্যদিকে তীব্র যানজট ট্রাফিক পুলিশের কর্তব্যরত কর্মীরা কার্যত দিশেহারা হয়ে পড়েন। এরই মধ্যে কিছু যান চালকের কাণ্ডজ্ঞানহীন আচরণ যানজটকে আরও জটিল করে তুলে। ফলে যানজট সামলাতে গিয়ে ট্রাফিক দফতরকে বেগ পেতে হয়েছে। ইতিমধ্যে আগরতলার সমস্ত রাস্তায় জমা জল নেমে স্বাভাবিক হয়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *