শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

রেগার কাজের স্বচ্ছতায় ত্রিপুরার প্রথম স্থান অর্জন

আগরতলা: রেগায় ফের ত্রিপুরা প্রশংসিত হয়েছে৷ কাজের স্বচ্ছতার জন্য ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে৷ এমন-কি, রেগার কাজ সম্পাদনের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজ্য৷

এ-বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইন তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারতে মোট ১১টি পাহাড়ি রাজ্য রয়েছে৷ এর মধ্যে ত্রিপুরা একটি৷ গত ২০১৮-১৯ অর্থবছরে ১১টি পাহাড়ি রাজ্যের মধ্যে এমজিএনরেগায় কাজের স্বচ্ছতায় প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা৷ রেগার কাজ সম্পন্ন করার জন্য পেয়েছে দ্বিতীয় স্থান৷ তাঁর কথায়, এই দুটি পুরস্কার ছাড়াও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রালয় রাজ্য গ্রামোন্নয়ন দফতরকে রেগায় আরও পাঁচটি পুরস্কার দিয়েছে৷ এর মধ্যে দেশের পাহাড়ি জেলাগুলির মধ্যে গোমতি জেলা রেগায় স্বচ্ছ কাজের জন্য প্রথম স্থান অর্জন করেছে৷ এই জেলা দ্রুত কাজ সম্পাদনের জন্য পেয়েছে দ্বিতীয় স্থান৷

এদিন তিনি বলেন, রেগায় কাজ সম্পন্ন করার জন্য পাহাড়ি ব্লকগুলির মধ্যে করবুক ব্লক পেয়েছে প্রথম স্থান৷ জিও ট্যাগিং-এ তেলিয়ামুড়া ব্লক পেয়েছে প্রথম স্থান৷ এছাড়া উত্তর ত্রিপুরা জেলার দুটি পঞ্চায়েত গ্রামপঞ্চায়েত স্তরে রেগায় ভালো কাজ করার জন্য পুরসৃকত হয়েছে৷ এই দুটি পঞ্চায়েত হলো জামারিয়াপাড়া পঞ্চায়েত ও লালজুরি পঞ্চায়েত৷

মন্ত্রী দাবি করেন, ত্রিপুরায় এমজিএনরেগায় ২০১৭-১৮ অর্থবছরে ১ কোটি ৭৬ লক্ষ ৪ হাজার শ্রমদিবসের কাজ হয়েছিল৷ ২০১৮-১৯ অর্থবছরে ২ কোটি ৫৩ লক্ষ ৯ হাজার শ্রমদিবসের কাজ হয়েছে৷ ২০১৯-২০ অর্থবছরে ৩ কোটি ৪৪ লক্ষ ২ হাজার শ্রমদিবসের কাজ হয়েছে৷ এছাড়া চলতি ২০২০-২১ অর্থবছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত ২ কোটি ৮৮ লক্ষ ১৮ হাজার শ্রমদিবসের কাজ হয়েছে৷ তিনি জানান, এমজিএনরেগায় ত্রিপুরা ২০১৭-১৮ অর্থবছরে ৪০৪ কোটি, ২০১৮-১৯ অর্থবছরে ৪৩৫ কোটি, ২০১৯-২০ অর্থবছরে ৭৩১ কোটি এবং ২০২০-২১ অর্থবছরের আগস্ট পর্যন্ত ৫৮৩ কোটি টাকা পেয়েছে৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *