ত্রিপুরা নিউজ ডেস্ক: অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির ত্রিপুরা রাজ্য ইউনিট বুধবার আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। সংগঠনের সদস্যরা এদিন প্রতিবাদ সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ত্রিপুরার রাজধানীর বটতলা এলাকায় এদিনের এই কর্মসূচি করেন তাঁরা।
সংগঠনের ত্রিপুরা ইউনিটের কনভেনার ভবতোষ দে বলেন ২০১৯ সালে ভারতের রেল রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি পোষ্টের চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করে। তা দেখে চাকরি প্রত্যাশিরা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন দাখিল করে কিন্তু তারপরই বোর্ডের টালবাহানা শুরু হয়। অবশেষে ২০২১সালে আবার পরীক্ষা নেয় এবং ৩৫,২৭৭টি পদের জন্য আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে এবং সবশেষে ২০২২ সালের জানুয়ারি মাসে পরীক্ষার ফল প্রকাশ করে।
কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় অনেক ধরনের অসঙ্গতি রয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যারা পাশ করেছে তাদেরকেও নতুন করে পরীক্ষায় বসতে হবে। এই ধরনের খেয়ালিপনার বিরোধিতা করে পরীক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করে রেল দপ্তরের অফিস এবং রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তখন প্রতিবাদরত যুবক-যুবতীদের উপর পুলিশি নির্যাতন চালানো হয় এবং তাদের নামে মামলা দায়ের করা হয়।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দিন সারা দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি। এদিনের এই প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি জানানো হয় সুষ্ঠুভাবে শূন্য পদগুলিতে নিয়োগ করতে হবে। পাশাপাশি এদিন তারা ভারতীয় রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তার তীব্র বিরোধিতা করেন।