আগরতলা: করোনার প্রকোপে ভারত-বাংলাদেশে যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল| কিন্ত, এখন ওয়ার্ক ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে| ভারতের সাথে আলোচনার পর বাংলাদেশ সরকার এই বিশেষ অনুমতি দিয়েছে| তবে, তাতে নির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে| সেই শর্ত মেনে তবেই বাংলাদেশে কর্মরত ভারতীয়রা যেতে পারবেন| গত দুই দিনে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ৯ জন ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশে গিয়েছেন|
মূলত, বাংলাদেশে ভারতের বহু নাগরিক কর্মরত রয়েছেন| করোনার প্রকোপে অনেকেই ভারতে ফিরে এসেছেন| তাছাড়া, ভারতের অনেক প্রকল্পের কাজ চলছে বাংলাদেশে| সেই প্রকল্পগুলিতে কর্মরত ভারতীয় নাগরিকরা দেশে ফিরে এসেছিলেন| এখন পুনরায় তারা বাংলাদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন| সম্প্রতি ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে গিয়েছিলেন| বাংলাদেশের বিদেশ সচিবের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন| ওয়ার্ক ভিসা নিয়ে যারা বাংলাদেশে কর্মরত রয়েছেন তাদের কাজে দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে| বিষয়টির গুরুত্ব অনুভব করে ভারতের আবেদনে বাংলাদেশ সরকার সাড়া দিয়েছে|
বাংলাদেশ সরকার তিনটি শর্ত জুড়ে দিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য ভারতীয়দের অনুমতি দিয়েছে| তাতে বলা হয়েছে, ভারতীয় নাগরিকের বৈধ ওয়ার্ক ভিসা থাকা বাধ্যতামূলক| সাথে, বাংলাদেশে যাওয়ার ৭২ ঘন্টা পূর্বে কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ হতে হবে এবং ওই রিপোর্ট ইংরেজি ভাষায় মুদ্রিত থাকতে হবে| কোভিড-১৯ রিপোর্ট বাংলাদেশ অভিবাসনে জমা দিতে হবে| পাশাপাশি, চেকপোস্ট-এ কর্তব্যরত চিকিত্সক কোভিড-১৯ নেগেটিভ বলে ছাড়পত্র দিলে তবেই বাংলাদেশ প্রবেশে অনুমতি মিলবে|
প্রসঙ্গত, করোনা-র প্রকোপে গত মার্চ-এ ভারত-বাংলাদেশ চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল| দীর্ঘদিন বাদে শুধু ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশে যাওয়ার অনুমতি মিলেছে| আগরতলা সহ দেশের ১০টি চেকপোস্ট দিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে ভারতীয় নাগরিক বাংলাদেশে যেতে পারবেন| গত দুইদিনে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ৯ জন বাংলাদেশে গিয়েছেন| ত্রিপুরা পুলিশের অভিবাসন শাখা সুত্রে এ-খবর জানা গিয়েছে| সন্দীপ / কাকলি





