শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

শারদ উত্সবের প্রাকলগ্নে কল্পতরু ত্রিপুরা সরকার, মন্ত্রিসভায় একাধিক সিদ্ধান্ত

ত্রিপুরা নিউজ ডেস্ক: শারদ উত্সবের প্রাকলগ্নে কল্পতরু ত্রিপুরা সরকার, মন্ত্রিসভায় গৃহীত একাধিক সিদ্ধান্তে এমনটাই মনে হচ্ছে।

ত্রিপুরায় সামাজিক ভাতা থেকে বঞ্চিতদের কথা চিন্তা করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প’ নামে একটি নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে নতুন নিয়োগ এবং টেট উত্তীর্ণ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তগুলির বিষয়ে জানিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় গৃহীত আরও বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেগুলির মধ্যে রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৬,০৬৭ জনকে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা, টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে ৩,১০৮ জনকে শিক্ষক পদে নিয়োগ করা, রাজ্যে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার এবং আশাকর্মীদের বেতন ১৫ শতাংশ বৃদ্ধি করা।তিনি বলেন, ত্রিপুরায় এমন বহু গরিব মানুষ রয়েছেন যারা ২,০০০ টাকা করে সামাজিক ভাতা প্রকল্পের আওতায় আসেননি। তাদের কথা চিন্তা করে রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প’ নামে নতুন একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের অধীনে নতুন ৩০ হাজার সুবিধাভোগীকে আনা হয়েছে যারা এখন থেকে মাসিক ২,০০০ টাকা করে ভাতা পাবেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *