আগরতলা, ১৮ জুলাই: এআইডিএসও – র উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে পাঁচ দফা দাবি নিয়ে শুক্রবার রাজধানীর বটতলা এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত রাজ্য শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দাবি নিয়ে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এআইডিএসও – এর রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য বলেন, মূলত শিক্ষার উন্নয়নে পাঁচ দফা দাবি নিয়ে এদিনের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট পাঁচ দফা দাবি সনদ তুলে দেওয়া হবে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিদ্যালয়গুলিতে বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পূর্ণরূপে বাতিল করতে হবে।
প্রত্যেকটি বিদ্যালয় পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এছাড়াও সর্বস্তরের শিক্ষার ফি মুকুব করার দাবি জানানো হয়েছে।