ত্রিপুরা নিউজ ডেস্ক: সরকারি অফিসগুলিতে কাজের সময় কি হচ্ছে, তা সরেজমিনে প্রত্যক্ষ করার অভিযান শুরু করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে। এর প্রেক্ষিতে বুধবার আচমকাই রাজধানী আগরতলার গুর্খাবস্তি এলাকার স্বাস্থ্য দপ্তরে অফিস পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী অফিসের বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। মূলত অফিসে কর্মচারীদের উপস্থিতি এবং কাজকর্মের ধরন বোঝার চেষ্টা করেন।
বেশ কিছুক্ষণ ঘুরে দেখার পর বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, হঠাৎ করে এসে অফিসে কর্মচারীদের উপস্থিতি এবং কাজকর্ম দেখে তিনি সন্তুষ্ট।
তবে অফিসের পরিকাঠামোগত সমস্যা রয়েছে, জায়গা কম। বিশেষ করে দালানের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন। দালান বাড়িটি বহু বছরের পুরাতন।
এই বিষয় নিয়ে দপ্তরের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছেন। বলার সঙ্গে সঙ্গে একদিনে নতুন পাকাবাড়ি তৈরী করা সম্ভব নয়। তবে পরবর্তী সময়ের নতুন ভবন তৈরী করার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে জানান।
যাতে অফিসে কর্মরত সকলে ভালোভাবে বসে কাজ করতে পারেন এই বিষয়টি মাথায় রাখতে পরিকল্পনা করা হবে। সেই সঙ্গে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন সবাই যেন আগামী দিনেও সময়ের মধ্যে অফিসে আসেন।
আবার যে কোনদিন তিনি দশটার আগে অফিসে চলে আসতে পারেন বলেও জানিয়েছেন। তখন যদি দেখা যায় কর্মচারীরা সময় মত আসেননি তাহলে বায়োমেট্রিক মেশিন লাগিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন।
এদিন প্রথমবারের মতো আকস্মিক পরিদর্শনে বের হলেও আগামী দিনেও অন্য যেকোনো অফিসে যেতে পারেন বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।