শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

সরকারি কর্মচারীরা পাবেন ৩ শতাংশ ইনক্রিমেন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:- কোভিড-১৯ অতিমারি পরিস্থিতিতে আর্থিক অনটনের মধ্যেও ত্রিপুরায় সরকারি কর্মচারীদের প্রাপ্য ইনক্রিমেন্ট দেওয়া হবে৷ দেশের অন্য রাজ্যের মতো করোনা-র কারণে বেতনে কাটছাঁট করা হবে না৷ শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, ৩ শতাংশ ইনক্রিমেন্ট যথারীতি পাবেন সরকারি কর্মচারীরা৷

এদিন তিনি বলেন, ত্রিপুরা দেশের অনেক রাজ্যের তুলনায় আর্থিক দিক দিয়ে অসচ্ছল৷ তবুও, করোনা-র প্রকোপে কোষাগারে টান পড়লেও তার প্রভাব সরকারি কর্মচারীদের উপর পড়তে দেবে না রাজ্য সরকার৷ তাঁর দাবি, তেলেঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান বেতনে কাটছাট করেছে৷ কেরালা সরকার বাধ্য হয়ে অর্ডিন্যান্স এনেছে৷ কিন্তু, ত্রিপুরায় শুধু মন্ত্রী ও বিধায়কদের বেতন-ভাতায় ৩০ শতাংশ কাটা হয়েছে৷

শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বছরে দুবার ইনক্রিমেন্ট দেওয়া হয়৷ একাংশ কর্মচারী জানুয়ারিতে এবং বড় অংশের কর্মচারী জুলাইতে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন৷ তাঁদের সেই ইনক্রিমেন্ট প্রদান করা হবে বলে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁর কথায়, ৯৯ হাজার ১৪৯ জন স্থায়ী সরকারি কর্মচারীর মূল বেতন দিতে গিয়ে ৩৮৭ কোটি ১ লক্ষ ১০ হাজার টাকার প্রয়োজন৷ সেক্ষেত্রে ৩ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ১৩৯ কোটি ৩২ লক্ষ টাকার প্রয়োজন পড়বে৷ অবশ্য, ওই টাকায় জানুয়ারি মাসে প্রদেয় একাংশ কর্মচারীও রয়েছেন৷

তিনি বলেন, ৩ শতাংশ ইনক্রিমেন্ট বাবদ জুলাইতে ১১০ কোটি ৮৩ লক্ষ টাকা এবং ২০২১ সালের জানুয়ারিতে ২৮ কোটি ৪৯ লক্ষ ৮০ হাজার টাকার অতিরিক্ত প্রয়োজন রয়েছে৷

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *