শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

সাব্রুমে বারুণী স্নানে এসে ত্রিপুরাবাসি ও বাংলাদেশি মানুষ মিলেমিশে একাকার

ত্রিপুরা নিউজ ডেস্ক: তিনদিকে বাংলাদেশে ঘেরা উত্তপূর্বের রাজ্য ত্রিপুরা। এই রাজ্য দক্ষিণ জেলার গা ঘেষে বয়ে গেছে ফেনী নদী। যার দক্ষিণে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার রামগড় শহর আর নদীর উত্তরপাড়ে গড়ে উঠেছে ত্রিপুরা সাব্রুম শহর। এই ফেনী নদীর দুই পাড়ে প্রতি বৎসর চৈত্রমাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বৃহৎ পরিসরে বারুণী স্নানে মেতে উঠেন উভয় দেশের ধর্মপ্রান হিন্দু সম্প্রদায়ের মানুষ, সেই সঙ্গে বসে মেলা।

প্রতি বছর এই বারুণী উৎসব সীমান্তের কাঁটাতারের বেঁড়া ভুলে ত্রিপুরার মানুষ ও বাংলাদেশের মানুষের মধ্যে মিলন মেলা ঘটে তার সাক্ষী হয়ে থাকে। বিশেষত ভারতীয়দের অনেক আত্মীয়-স্বজন ওপারের বাংলাদেশে রয়েছেন, যাদের ভিসা পাসপোর্ট নেই তারা বছরভর অপেক্ষায় থাকেন কবে আসবে বারুণী তিথি। পূণ্যস্নানের ছলে মাঝ নদীতে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য দেশভাগের যন্ত্রনা বুকে নিয়ে বছরের পর বছর এবং বংশপরম্পরায় বেঁচে থাকা মানুষগুলি একে অপরকে জড়িয়ে ধরে দু:খ ভুলে যান।

তারপর আসছে বছর আবার দেখা হবে এই স্বপ্ন নিয়ে নিজ দেশে ফিরে যান। নদীর দুপারে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির জওয়ানরাও বন্দুক হাতে দাঁড়িয়ে নিভৃতে এই দৃশ্য দেখে যায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *