শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

সিনওয়ারকে হত্যার জন্য বিশেষ দল গঠন করেছে ইসরাইল

  • গাজা ছাড়বেন না সিনওয়ার

লণ্ডন, ১৮ সেপ্টেম্বর- ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার জন্য একটি বিশেষ দল গঠন করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেথ। এই উদ্দেশ্যে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে তেল আবিব।

ইসরাইলের জনপ্রিয় টেলিভিশন ‘চ্যানেল ১২’ এ তথ্য প্রকাশ করেছে।

ইসরাইলি গণমাধ্যমের দাবি, গাজ্জায় গোপনে থেকে একাই যুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন ইয়াহিয়া সিনওয়ার। বেশ কয়েকবার তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হলেও তাকে জীবিত বা মৃত ধরা যায়নি। কারণ ইসরাইলি সেনাবাহিনী পৌঁছানোর আগেই তিনি তা টের পেয়ে যান।

ইসরাইলি গণমাধ্যমগুলো আরো জানিয়েছে, মোবাইল, টেলিফোন অথবা কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না সিনওয়ার। ম্যানুয়াল পদ্ধতিতে তিনি ভিন্ন একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এভাবেই তিনি গাজ্জা থেকে যুদ্ধ পরিচালনা করছেন।

গাজা ছাড়বেন না সিনওয়ার

গাজা উপত্যকায় ১১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্পদ রয়েছে- এমন দাবি করেছেন ওসামা হামদান নামে তাদের এক সিনিয়র কর্মকর্তা। তিনি আরো বলেছেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার কোনো অবস্থাতেই গাজা ছাড়বেন না।

রোববার ইস্তাম্বুলে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ওসামা হামদান বলেন, ‘প্রতিরোধ বাহিনীর এ যুদ্ধ চালিয়ে যাওয়ার উচ্চ ক্ষমতা রয়েছে। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার অবরুদ্ধ এলাকা ছেড়ে দিবেন- এমন পরিস্থিতি কল্পনা করা অসম্ভব। সিনওয়ার এবং অন্যান্য নেতারা ‘ফিলিস্তিন ছেড়ে যাওয়ার চেয়ে লক্ষবার শহীদ হতে প্রস্তুত কারণ তিনি যা যা করছেন তার সবই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য করছেন।’

হামাস ফিলাডেলফি করিডোরসহ গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরাইলিদের প্রত্যাহারের দাবি করেন। ফিলাডেলফি করিডোর মিসরের সীমান্ত বরাবর একটি সংকীর্ণ ভূমি যা যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতিতে মূল বাধা হিসেবে উঠে এসেছে।

হামদান বলেন, হামাস গাজায় ‘যৌথ ফিলিস্তিনি শাসন’ চায়। তিনি আরো বলেন, হামাস কর্মকর্তারা এবং অন্যান্য ফিলিস্তিনি গ্রুপের প্রতিনিধিরা তাদের যুদ্ধ-পরবর্তী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য শিগগিরই কায়রোতে মিলিত হবে।

তিনি বলেন, ‘যুদ্ধ শেষের পরের দিনটি হবে একটি ফিলিস্তিনি দিন।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *