নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা: এবার ত্রিপুরা প্রশাসনের শীর্ষস্তরে থাবা বসিয়েছে করোনা৷ সিপাহিজলার জেলাশাসক চন্দন কুমার জমাতিয়া করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁর রিপোর্ট আসার কয়েক ঘণ্টার মধ্যেই সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তীর কোভিড-১৯ রিপোর্টও পজিটিভ এসেছে৷ শুধু তা-ই নয়, সিপাহিজলা জেলাশাসকের কার্যালয়ের আরও সাতজন কর্মচারীর দেহেও করোনা-র সংক্রমণ মিলেছে৷
এ-বিষয়ে মঙ্গলবার সিপাহিজলা জেলাশাসক জানিয়েছেন, সকাল থেকে জ্বর এবং শরীরে ব্যথা অনুভব করছিলেন তিনি৷ তাই তিনি অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন৷ তাতে রিপোর্ট পজিটিভ আসে৷ বিশালগড় মহকুমা হাসপাতালে আজ তাঁর পরীক্ষা হয়েছে৷
এদিকে, জেলাশাসকের করোনা আক্রান্তের খবরে সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তীও অ্যান্টিজেন টেস্ট করেছেন৷ কৃষ্ণেন্দুবাবু জানিয়েছেন, গতকাল জেলাশাসকের সাথে বৈঠক করেছিলেন৷ তাই তিনি পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন৷ সাথে জেলাশাসক কার্যালয়ের সাতজনেরও অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে৷ পুলিশ সুপার সহ ওই সাতজনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ ওই সাত কর্মী জেলাশাসকের সংস্পর্শে ছিলেন৷ এদিকে আরও কয়েকজনের পরীক্ষা বাকি রয়েছে৷ তাঁদেরও শীঘ্রই পরীক্ষা করা হবে৷