ত্রিপুরা নিউজ ডেস্ক: ২০২৩-২৪ অর্থবছরে আগরতলা পুর নিগম ৩৯৭ কোটি টাকার বাজেট পেশ করেছে। বাজেটে ঘাটতি ৫৫ লক্ষ ২২ হাজার টাকা।আয় অনুমান করা হয়েছে ৩৯৬ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার টাকা।
আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদার চলতি অর্থ বছরের পূর্নাঙ্গ বাজেট পেশ করেছেন। এদিন মেয়র বলেন, শহরবাসীর সার্বিক সুবিধার বিষয়টি মাথায় রেখে ৩৯৭ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে।তাতে ঘাটতি দেখা দিয়েছে ৫৫ লক্ষ ২২ হাজার টাকা।এই ঘাটতি মেটাতে বিভিন্নভাবে কর বাড়িয়ে মেটানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, আগরতলা পুর নিগম চার মাসের জন্য ১৪২ কোটি ১০ লক্ষ টাকার ভোট অন একাউন্ট পেশ করেছিল। তাতে পুর নিগমের আয় হবে বলে অনুমান করা হয়েছিল ১৪১ কোটি ৮৮ লক্ষ টাকা। ঘাটতি ছিল ২১ লক্ষ ৫২ হাজার টাকা।

