শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

২৬ নভেম্বর ধর্মঘটকে সমর্থন ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির

আগরতলা: ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।ধর্মঘটের সমর্থন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির সভানেত্রী মহুয়া রায় এবং সাধারণ সম্পাদক স্বপন বল সহ অন্যান্য নেতৃবৃন্দ।কর্মচারী সমন্বয় সমিতির সভানেত্রী মহুয়া রায় বলেন ১০ দফা দাবিতে আগামী ২৬নভেম্মর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

ধর্মঘট কে সমর্থন করার যৌক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন তিনি। মহুয়া রায় বলেন দেশের সরকার জনগণের উপর যেভাবেনানা জটিল বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বর্তমান কেন্দ্রীয় সরকারের রাজত্বে দেশের জনগণ নিরাপদ নেই বলে তিনি উল্লেখ করেন।দেশের জনগণের সার্বিক কল্যাণের স্বার্থে আগামী ২৮ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।কর্মচারী সমাজসহ দেশের সর্বস্তরের জনগণকে ধর্মঘটে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। রাজ্যের জনগণকে সার্বিক ভাবে ধর্মঘট সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *