শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

৩১শে জানুয়ারি সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরাতেও ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালন করবে

ত্রিপুরা নিউজ ডেস্ক: আগামি ৩১শে জানুয়ারি সংযুক্ত কিষান মোর্চা দেশব্যাপী ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালন করবে। সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও এই দিন পালন করা হবে। পাশাপাশি আগামি ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি ট্রেড ইউনিয়নের ডাকে ভারতের সঙ্গে রাজ্যেও বনধ পালন করা হবে।

মঙ্গলবার সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের আহ্বায়ক পবিত্র কর। তিনি বলেন বেআইনী কৃষি আইন ফিরিয়ে নেবার পাশাপাশি ন্যুনতম সহায়ক মূল্যের আইন প্রণয়ন, বিদ্যুৎ বিল প্রত্যাহার, ৭১৬জন শহীদ কৃষকের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও লখিমপুরের কৃষক হত্যার সাথে জড়িত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করা ও গ্রেফতারের দাবি জানান।

এ ছাড়াও শ্রম কোড প্রত্যাহারের বিষয়েও কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ও আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে কেন্দ্রের তরফে ৯ডিসেম্বর কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এরপর সরকার দীর্ঘ সময় ধরে এই ব্যাপারে আর কোনও পদক্ষেপ না নেওয়ায় জন্য তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং একে বিশ্বাসঘাতকতার শামিল বলে অভিহিত করেন।

পবিত্র কর বলেন ত্রিপুরাব্যাপী সংযুক্ত কিষান মোর্চার সমস্ত সদস্যরা জেলা, মহকুমা থেকে ব্লক স্তরে এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে অংশ নেবেন। তবে কোভিড বিধিকে মাথায় রেখে ত্রিপুরায় ঐ দিনটি হল সভার মাধ্যমে পালন করা হবে। ঐদিন সকাল এগারোটায় কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির হলে এই সভার মাধ্যমে তা পালন করা হবে।

তিনি বলেন রাজ্যের সমস্ত জেলাতে ও মহকুমা স্তরে কভিড বিধি মেনে ঐ সভা করা হবে। ত্রিপুরার প্রসঙ্গে পবিত্র কর বলেন এই রাজ্যে কৃষকদের অবস্থা শোচনীয়। অকাল বর্ষনে আলু চাষের প্রায় ৮০শতাংশ নষ্ট হয়ে গিয়েছে। বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। তিনি এ দাবি জানান অবিলম্বে রাজ্য সরকার যেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *