আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের সব মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে হবে, রাজ্য জুড়ে পর্যাপ্ত পরিমাণে সেফ হোম ও কোয়ারেন্টিন সেন্টারে চালু করতে হবে এবং দিল্লি, মুম্বাইসহ দেশের অন্যান্য শহরের ভয়াবহ অবস্থা দেখে রাজ্যের হাসপাতালগুলিতে আগে থেকে পর্যাপ্ত পরিমাণে বেড, অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় ঔষধ-পত্র মজুদ করতে হবে।
এই ৩ দফা দাবিকে সামনে রেখে শুক্রবার (৩০ এপ্রিল) ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া ডেমক্রেটিক সাটুডেন্টস অরগানাইজেশন (ডিএসও) ত্রিপুরা রাজ্য কমিটির চার জনের এক প্রতিনিধি দল।
তারা আগরতলার গোর্খাবস্তি এলাকার স্বাস্থ্য অধিকর্তার হাত দিয়ে তাদের দাবি সনদ মুখ্যমন্ত্রীর কাছে পাঠায়। সেই সঙ্গে তারা স্বাস্থ্য অধিকর্তার অফিসার সামনে কিছু সময় অবস্থানও করেন।