সন্দীপ / সমীপ, আগরতলা: ত্রিপুরা সফরে আসছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড. রন মলকা। আগামী ৪ নভেম্বর তিনি ত্রিপুরা সফরে আসবেন। এমনটাই সূচি নির্ধারিত হয়েছে বলে সূত্রের খবর।
ত্রিপুরায় এসে তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করবেন। মূলত কৃষি বিষয়ক আলোচনা করবেন তিনি। কারণ, বিশ্বে কৃষি ক্ষেত্রে ইসরায়েলের যথেষ্ট সুনাম রয়েছে। ত্রিপুরাও চাইছে কৃষি ক্ষেত্রে রাজ্য স্বয়ম্ভর হয়ে উঠুক। তাই ইসরায়েলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিশেষ বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তবায়নেও জোর দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, ইতিপূর্বে মার্কিন রাষ্ট্রদূত ত্রিপুরা সফর করে গেছেন।

