আগরতলা (ত্রিপুরা): ৫ দফা দাবিতে শনিবার আগরতলায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আমরা বাঙালী’।
রাজ্যের রাজধানীর ধলেশ্বেরস্থিত দলের অফিসে আয়োজিত এই প্রেসমিটে সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ত্রিপুরা রাজ্যে আবার নতুন করে উগ্রবাদীরা জেগে উঠছে।
এর অন্যতম দৃষ্টান্ত হচ্ছে উত্তর জেলার দামছড়া থেকে ক্ষুদ্র ব্যবসায়ী লিটন নাথকে অপহরণ ও খুন করা। এর পরিপ্রেক্ষিতে আমরা বাঙালী ত্রিপুরা সরকারের কাছে ৫ দফা দাবি জানাচ্ছে। দাবিগুলো হলো- যারা লিটনকে অপহরণ ও খুন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। মৃত লিটনের পরিবারকে এককালীন ২০ লাখ টাকা দেওয়া, সেই সঙ্গে তার পরিবারের যেকোনো এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া, রাজ্যের প্রত্যন্ত এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পানিসাগরে পুলিশ ও জনতার সংর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, কে তাকে মেরেছে এখনো জানা যায়নি, তা খুঁজে বের করা। ব্রু রিয়াংদের কারণে উত্তর জেলার কাঞ্চনপুরে বহু বাঙালি বাড়িছাড়া হয়েছেন, তাদের সমস্যার স্থায়ী সমাধান করা।

