আগরতলা: চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা শুনবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ছয়টায় সচিবালয়ে চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সাথে তাঁদের দাবি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। এতে আশার আলো দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত শিক্ষকরা। দুগর্োত্সবের আগেই চাকরিচ্যুত শিক্ষকদের জ্বলন্ত সমস্যা সমাধান করে তাঁদের মুখে হাসি ফুটাবেন মুখ্যমন্ত্রী, আশা প্রকাশ করেছেন তাঁরা।
আজ বুধবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে টেলিফোনে চাকরিচ্যুত শিক্ষকদের সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে। মূলত, গত ২৩ সেপ্ঢেম্বর মহাকরণ অভিযানে চাকরিচ্যুত শিক্ষকদের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আশ্বস্ত করেছিলেন, তাঁদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার ব্যবস্থা করা হবে। সে মোতাবেক আজ তাঁরা মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সময় পেয়েছেন। এর পরই চাকরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠনের নেতৃত্বরা আগরতলায় সিটি সেন্টারের সম্মুখে মিলিত হয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার বিষয়বস্তু নিয়ে চর্চা করেন।
এ-বিষয়ে ডালিয়া দাস বলেন, আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ছয়টায় সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় স্থির হয়েছে। ওইদিন তিনি আমাদের সমস্যা এবং দাবি সম্পর্কে অবগত হবেন। তিনি বলেন, চাকরিচ্যুত শিক্ষকরা ভীষণ অসহায় হয়ে পড়েছেন। তাই সরকারই আমাদের সমস্যাবলির সমাধানের প্রধান ও একমাত্র উপায় বলে আমরা মনে করি। তিনি আশা প্রকাশ করে বলেন, সামনেই দুগর্োত্সব এবং এই উত্সবের মরশুমে আমাদের মুখে মুখ্যমন্ত্রী হাসি ফুটাবেন।
প্রসঙ্গত, চাকরিচ্যুত শিক্ষকদের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। তাছাড়া, চাকরির যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় অকৃতকার্য হলে তাঁদের আউটসোর্চিং-এর মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠন। তাঁরা স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলনে নেমেছেন।

