আগরতলা: করোনা-র প্রকোপে দীর্ঘ ছয় মাস পর ত্রিপুরায় যাত্রী রেল পরিষেবা চালু হয়েছে। আগরতলা-ধর্মনগর এবং আগরতলা-সাব্রুম রুটে তিন জোড়া ডেমু ট্রেন আজ থেকে চালু হয়েছে। এতে যাত্রীরা ভীষণ খুশি, প্রতিক্রিয়ায় এমনটাই জানা গেছে।
করোনা-র স্বাস্থ্যবিধি মেনেই আজ থেকে লোকাল ট্রেন পুনরায় যাত্রা শুরু করেছে। প্রথম দিনেই যাত্রীদের ভালো সংখ্যায় ভীড় লক্ষ্য করা গিয়েছে। ট্রেন চালু হওয়ায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনেও গিয়েছেন অনেকে। জনৈক যাত্রীর কথায়, সরকারি অফিস খুলে গেছে। ফলে বাসে গত কয়েকদিন যাতায়াত করতে হয়েছে। তাতে সময় বেশি লেগেছে, ভাড়াও বেশি গুনতে হয়েছে। ট্রেন পুনরায় চালু হওয়ায় এখন অনেক কম সময়ে অল্প ভাড়ায় গন্তব্যে পৌছে যাওয়া সম্ভব হবে।
ওই যাত্রীর দাবি, করোনা-র প্রকোপে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান অবশ্যই নিশ্চিত করতে হবে। আরেক যাত্রীর কথায়, অনেকদিন কোথাও ঘুরতে যাইনি। করোনা-প্রকোপে ট্রেন বন্ধ ছিল। আজ ট্রেন চালু হতেই বন্ধুদের সাথে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ঘুরে এসেছি। তিনি বলেন, ভাড়া কিছুটা বেশি। তবে আরামদায়ক সফর সব পুষিয়ে দিয়েছে।
এদিকে, আগরতলা রেলওয়ে স্টেশন ম্যানেজার শুভেন্দু বিশ্বাস বলেন, সূচি মেনে নির্দিষ্ট সময়ে ট্রেন চলেছে। ধর্মনগর এবং সাব্রুম থেকে যথাসময়ে ট্রেন ছেড়েছে। তাঁর দাবি, ট্রেনে এবং স্টেশনে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে। ট্রেনের আসন স্যানিটাইজ থেকে শুরু করে থার্মাল স্ক্রিনিং সবই যথারীতি পালন করেছে রেল কর্তৃপক্ষ।

