বিলোনীয়া: বাংলাদেশে নিযুক্ত ভারতের পরবর্তী হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী আগরতলা থেকে বিলোনিয়া সফরে আসেন রবিবার দুপুরে। প্রথমে তিনি কালিনগরস্থিত গঙ্গা মা আশ্রম পরির্দশন করার পর বিলোনিয়া মহুরি ঘাট আন্তঃশুল্ক বানিজ্য পরিদর্শন করেন। এরপর বিতর্কিত মুহুরী চর পরিদর্শন করেন বিলোনিয়া বিওপি দিয়ে।
সেখানে তিনি বিএসএফ এর অধিকারীদের সাথে কথা বলেন বিতর্কিত মুহুরী চরের সীমানা সম্পর্কে অবগত হন। কিছুক্ষন আলাপ আলোচনা করে ভারত বাংলা কাঁটাতারের সীমানা সহ বিলোনিয়া বুকের উপর দিয়ে বয়ে চলা কাঁটা ারের ওপারের মুহুরী নদীর চর পরিদর্শন করেন। এই পরিদর্শন কালে সফর সঙ্গী ছিলেন বিক্রম দুরাইস্বামীর জায়া, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, মহকুমা শাসক মানিক লাল দাস, সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা সহ প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা।
সেখান থেকে বিলোনিয়া সার্কিট হাউসে আসার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্ণের উত্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের পরবর্তী হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী বলেন ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক আছে সেটাকে আরো সুদৃঢ় এবং ত্রিপুরার সাথে বাংলাদেশের যে আত্মিক সম্পর্ককে অটুট রাখতে যোগাযোগ স্থাপন করা হবে আমার কাজ। ব্যাবসা, বানিজ্যকে দুই দেশের মধ্যে সুদুর প্রসারী করতে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করা হবে।
ভারত বাংলা এই দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে সেই ভাবে কাজ করে যাবেন বলেও জানান। আগামীকাল তিনি আখাউড়া সীমান্তের স্থলবন্দর দিয়ে ঢাকাতে ভারতের দূতাবাসে পরবর্তী হাইকমিশনার হিসাবে দায়িত্ব নেবেন ডুরাই স্বামী।

