শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের ৫০ বছর, নানা কর্মসূচি

আগরতলা: মঙ্গলবার অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের ৫০ বছর পূর্ণ হয়েছে। এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অল ত্রিপুরার মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক বত্‍সর এই কর্মসূচিগুলি গোটা রাজ্যে অনুষ্ঠিত করা হবে। বৃক্ষরোপণ, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, কুইজ প্রতিযোগিতা এবং ব্যবসার মাধ্যমে যুবকরা কিভাবে স্বনির্ভর হয় তা নিয়ে আলোচনা সভা সহ একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বস্তি বাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক সুজিত্‍ রায়। তিনি আরো জানান, রাজ্য সরকার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সরলীকরণ করায় ব্যবসার দিকে এগিয়ে আছে যুব সমাজ। আর অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে গোটা রাজ্যে কোর্ডিনেটর নিযুক্ত করা হয়েছে। যাতে ব্যবসায়ীরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে বিষয়টি কোর্ডিনেটর সমাধান করতে পারে। পাশাপাশি বিগত দিনের ন্যায় আগামী দিনেও অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন প্রশাসনের সাথে বাজারের দ্রব্য মূল্য বৃদ্ধি এবং হ্রাসের সহায়ক ভূমিকা পালন করে চলবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি তুষার চক্রবর্তী, অভিজিত্‍ দেব প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *