সন্দীপ / সমীপ, আগরতলা: বিপদ কেটে গেছে। এই সুরেই আশ্বস্ত করলেন আবহাওয়া দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ শুক্রবার দিনভর ত্রিপুরায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর এ সম্পর্কে সতর্কতাও জারি করেছিল। কিন্তু আজ সন্ধ্যার পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। স্বাভাবিকভাবে আবহাওয়ার এই পূর্বাভাসে শারদোত্সবে ত্রিপুরাবাসীর মুখে খুশি ফোটাবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল রাত থেকেই ত্রিপুরায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে অঝোরে বৃষ্টিপাতের দরুন পূজা আয়োজক এবং মাতৃভক্তদের মুখ গুমরা হয়ে গিয়েছিল। কারণ, অবিরাম বর্ষণে বাড়ির বাইরে বের হওয়ার কোনও উপায় ছিল না। সন্ধ্যার পর এমন পরিস্থিতি থাকলে সপ্তমীর আনন্দ পুরোটাই মাটি হয়ে যেত। কিন্তু, দুপুর গড়িয়ে বিকেল এবং সন্ধ্যা হতেই আকাশ পরিষ্কার হয়ে গেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি হবে। কিন্তু, ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের আধিকারিকটি জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৮-টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় ৪২.১ এমএম বৃষ্টিপাত হয়েছে। তাঁর দাবি, বিপদ কেটে গেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে উত্পন্ন বৃষ্টির অনেকটাই ভূপতিত হয়েছে। ফলে, আগামীকাল সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু রবিবার থেকে আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে।
তাতে সহজেই অনুমান করা যাচ্ছে, আগামীকাল থেকে দুর্গোত্সবের আনন্দে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না।

