শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

আগরতলা বিমানবন্দরে ৫০৫.৭৫ গ্রাম ওজনের সোনার বিস্কুট সহ আটক পশ্চিমবঙ্গের বাসিন্দা

সন্দীপ / সমীপ, আগরতলা: বিমানে আগরতলা থেকে কলকাতা পাচারের সময় ৫০৫.৭৫ গ্রাম ওজনের সোনার বিস্কুট সহ এক ব্যক্তি ধরা পড়েছেন। তাকে বিমান সংস্থার সিকিউরিটি ম্যানেজার কাস্টমস-এর হাতে তুলে দিয়েছেন।

এয়ার ইন্ডিয়া-র সিকিউরিটি ম্যানেজার সঞ্জিত দেববর্মা জানিয়েছেন, গতকাল ইন্ডিগোর বিমানে আগরতলায় এসেছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা নিকেশ গুপ্তা। আজ শনিবার বিকালে এয়ার ইন্ডিয়ার বিমান এআই-৭৪৬ দিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন তিনি। বিমানবন্দরে এসে তিনি লাগেজ এক্স-রে মেশিনে পরীক্ষা করেন। এর পরই তার প্যান্টের পকেট থেকে একটি প্যাকেট বের করে ব্যাগে ভরে নেন।

সঞ্জিতবাবু বলেন, বিষয়টি নজরদারির দায়িত্বপ্রাপ্ত কর্মীরা দেখে ফেলেন এবং আমাকে জানান। ফলে তার ব্যাগ পুনরায় এক্স-রে মেশিনে স্ক্যান করতেই ধরা পরে যান নিকেশ।

সিকিউরিটি ম্যানেজারের বক্তব্য, ৫০৫.৭৫ গ্রাম ওজনের আটটি সোনার বিস্কুট নিকেশ গুপ্তার ব্যাগে তল্লাশি করে উদ্ধার হয়েছে। সবগুলি বিস্কুট ব্ল্যাকটেপ দিয়ে মোড়ানো ছিল। তিনি জানান, নিকেশ তার অপরাধ স্বীকার করেছেন। তবে এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছেন বলে স্বীকার করেননি তিনি। তাকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *