সন্দীপ / সমীপ, আগরতলা: এডিসি ভোটের লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছে কংগ্রেস। আজ বৃহস্পিতবার আগরতলায় প্রদেশ কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় কংগ্রেসের জনজাতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রিপুরায় নয়টি জেলায় কংগ্রেসের জনজাতি নেতৃবৃন্দ এডিসি ভোট নিয়ে রণকৌশল নির্ধারণে ঝাঁপিয়ে পড়েছেন। এডিসি ভোটে শাসক দল বিজেপি এবং সিপিএমের চূড়ান্ত ভরাডুবি হবে দাবি করেছেন প্রাক্তন বিধায়ক বীরজিত্ সিনহা।
তিনি বলেন, ত্রিপুরাবাসী টানা ২৫ বছর সিপিএম-কে দেখেছেন। গত তিরিশ মাস ধরে বিজেপি-কে দেখে অভিজ্ঞতায় ভরপুর হয়ে গেছেন রাজ্যবাসী। তাঁর কথায়, এডিসি পরিচালনায় সিপিএম এবং শাসক জোট শরিক আইপিএফটি পরীক্ষিত। তাই, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করবেন, আমরা নিশ্চিত।
বীরজিত্ সিনহা বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্যই ত্রিপুরার জনজাতি অংশের মানুষ এডিসি পেয়েছে। জনজাতিদের কল্যাণেই ইন্দিরা গান্ধী এডিসি-র সূচনা করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে বামেদের অপশাসনে এডিসি এলাকায় কোনও উন্নয়ন হয়নি।
তেমনি ত্রিপুরায় বিজেপি-র শাসনে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে। ফলে, বিকল্প শুধুই কংগ্রেস, দৃঢ়তার সাথে বলেন তিনি। প্রাক্তন বিধায়কের দাবি, সমস্ত জেলা কংগ্রেসের জনজাতি নেতৃবৃন্দ ইতিমধ্যে এডিসি ভোটের লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। তাতে ধারণা করা হচ্ছে, কংগ্রেস এডিসি নির্বাচনে জয়ী হবেই।

