শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

গন্ডাছড়ার বিভিন্ন উন্নয়মূলক কাজের পর্যালোচনা করলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় নতুন ব্লক ও পুলিশ স্টেশন নির্মান করার জন্য শনিবার জায়গা পরিদর্শন করেন উপমুখ্যমন্তী যীষ্ণু দেববর্মা। এদিন হরিপুর মোটরস্টেন্ড এলাকায় নতুন পুলিশ স্টেশন এবং ডুম্বুর নগর ব্লক কোয়াটার কমপ্লেক্স এলাকায় নতুন ব্লক নির্মানের জায়গা খতিয়ে দেখেন।

পরিদর্শন কালে ওনার সাথে অন্যান্যদের মধ্যে ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী ত্রিপুরা, এলাকার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, গন্ডাছড়া মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, ডুম্বুর নগর ব্লক আধিকারিক। উল্লেখ্য শুক্রবার গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে ধলাই এবং উত্তর জেলার এসপিরেশন্যাল ব্লকগুলির সামগ্রিক উন্নয়ন কাজের পর্যালোচনা বৈঠকে অংশ গ্রহণ করতে তিনি এই দিন গন্ডাছড়ায় আসেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান সড়ক, বিদ্যুত্‍, পানীয় জল এই তিনটি বিষয় সরকারের বিশেষ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। বর্তমানে সরকার রাজ্যে কৃষকদের স্বার্থে কুসুম প্রকল্পে নলকূপ খনন করার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তায় দিচ্ছে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *