নিজস্ব প্রতিনিধি, আগরতলা: সোমবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জয প্রকাশ তেওয়ারি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জয়প্রকাশ তেওয়ারি দিবসটির তাত্পর্য ব্যাখ্যা করে বিস্তারিত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থান থেকে তহবিল সংগ্রহ করা হয়। এনএসএসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সোমবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উল্লেখ্য অন্যান্য বছর বিভিন্ন সুকল-কলেজে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হতো। এমনকি সুকল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অন্যান্যদের কাছ থেকে তহবিল সংগ্রহ করা হতো।এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে এই সব অনুষ্ঠান করা সম্ভব হয়নি।সংক্ষিপ্তভাবে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালিত হয়েছে।রাজধানী আগরতলা শহর ছাড়াও অন্যান্য স্থান থেকে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালনের খবর মিলেছে।