শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

মুম্বাইয়ে নির্মিত হচ্ছে ত্রিপুরা ভবন: মুখ্যমন্ত্রী

আগরতলা (ত্রিপুরা): ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে নির্মিত হতে যাচ্ছে ত্রিপুরা ভবন।

শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা জানিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, মুম্বাইতে নির্মিত হতে চলেছে ত্রিপুরা ভবন। ইতোমধ্যেই মহারাষ্ট্র সরকার ১৯৭০ বর্গমিটার জমি বরাদ্দ করেছে। মুম্বাইয়ের এই ত্রিপুরা ভবন নির্মাণে প্রস্তাবিত খরচ চার কোটি ৮৯ লাখ টাকা। রাজ্যের মানুষ তাদের প্রয়োজনে মুম্বাই গেলে তাদের থাকার সুবিধা হবে। ’

বর্তমানে দিল্লি, কলকাতা এবং গৌহাটিতে ত্রিপুরা ভবন রয়েছে। তবে রাজ্যের একাংশ মানুষের দাবি ছিল চেন্নাই শহরে একটি ত্রিপুরা ভবন স্থাপনের। কেননা, ত্রিপুরার বহু লোক উন্নত চিকিৎসার জন্য চেন্নাই এবং ভেলোর শহরে যান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *