শিরোনাম
মঙ্গল. জানু ১৩, ২০২৬

ত্রিপুরায় বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে সংক্রামিত ১৪ জন

সন্দীপ / কাকলি,আগরতলা: করোনা-র প্রকোপ ত্রিপুরায় পুণরায় বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় ১৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। স্বাভাবিকভাবেই, প্রতিদিন করোনা আক্রান্তের খবর নতুন চিন্তায় ফেলেছে। এদিকে, গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ৫ জন করোনা মুক্ত হয়েছেন। করোনা পরিস্থিতি-র জেরে ইতিমধ্যে আইসোলেসন পদ্ধতি পুণরায় চালু করেছে ত্রিপুরা সরকার। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫।সারা দেশেই করোনার সংক্রমণ মারাত্মকভাবে বাড়ছে। উদ্বেগের বিষয়, ত্রিপুরায় তার ব্যতিক্রম নয়। মাঝে কয়েকটা দিন শান্ত থেকে ফের তান্ডব শুরু করেছে করোনা। তারই প্রমাণ, মাঝে কয়েক দিনের বিরতি দিয়ে গত ৪৮ ঘন্টায় ২৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তবে, নতুন করে করোনা আক্রান্তের মৃত্যু-র ঘটনা ঘটেনি, স্বস্তি আপাতত এখানেই।

তবে, লক্ষণ খুবই উদ্বেগজনক বলেই মনে হচ্ছে। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১৪০ জন এবং রেপিড এন্টিজেন ৯১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাতে, আরটি-পিসিআর ৯ জনের এবং রেপিড এন্টিজেন ৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। আরেকটা বিষয় হল, গত ৪৮ ঘন্টায় রিপোর্ট-এ দেখা গেছে নমুনা পরীক্ষার সংখ্যা যত বেড়েছে, সাথে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। কারণ, বুধবার সন্ধ্যায় প্রাপ্ত মিডিয়া বুলেটিনে দেখা গেছে ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৩৪ জন এবং রেপিড এন্টিজেন ৭৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাতে, আরটি-পিসিআর ৭ জনের এবং রেপিড এন্টিজেন ৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *