শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

১৮ বছরের উর্ধে সকলকে বিনামূল্যে করোনার টিকা দেবে ত্রিপুরা রাজ্য সরকার

আগরতলা: ত্রিপুরায় ১৮ বছরের উর্ধে কলকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। আজ ত্রিপুরা মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। তাতে, সব মিলিয়ে ১৩৩ কোটি ১৯ লক্ষ টাকা খরচ হবে বলে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন।

প্রসঙ্গত, ৪৫ বছরের উর্ধেসকল-কে করোনা-র প্রতিষেধক বিনামূল্যে দেওয়া হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১৮ বছরের উর্ধে সকল-কে প্রতিষেধকের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। ১ মে থেকে তাদের প্রতিষেধক দেওয়া হবে। কিন্ত, ১৮ বছরের উর্ধে এবং ৪৫ বছরের কম বয়সীদের টিকা বিনামূল্যে দেওয়া হবে না। স্বল্প মূল্যের বিনিময়ে তারা প্রতিষেধক নিতে পারবেন। কেন্দ্রের ওই সিদ্ধান্তে বিরোধীরা তীব্র আপত্তি জানিয়েছেন এবং টিকা সকলকে বিনামূল্যে দেওয়ার দাবি তুলেছেন।

আজ ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১৮ বছরের উর্ধে সকলের টিকাকরণও বিনামূল্যে হবে। তার জন্য সমস্ত খরচ ত্রিপুরা সরকার বহন করবে। এবিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ১৮ থেকে ৪৪ বছর পর্যন্ত ত্রিপুরায় ১৬ লক্ষ মানুষ রয়েছেন। ফলে, ৩২ লক্ষ ডোজর প্রয়োজন রয়েছে। কিছু ডোজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এদিকে, সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড প্রতি ডোজ ৪০০ টাকা দর-এ ত্রিপুরা সরকারের কাছে বিক্রি করবে। তাই, সবমিলিয়ে ওই ১৬ লক্ষের জন্য প্রতিষেধক ক্রয়ে ১৩০ কোটি ৫৬ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া সিরিঞ্জ ক্রয়ে প্রতি ডোজ ৫ টাকা করে ১ কোটি ৬৩ লক্ষ টাকা এবং অন্যান্য খাতে আরও ১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তিনি জানান, সব মিলিয়ে ১৮ বছরের উর্ধে বয়সীদের টিকাকরণ-এ ১৩৩ কোটি ১৯ লক্ষ টাকা খরচ হবে।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত মোট জনসংখ্যার ২৪ শতাংশ টিকাকণের প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে। সেই তুলনায় জাতীয় গড় ৬ শতাংশ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য কর্মী ৯৩ শতাংশ এবং সামনের সারির কর্মী ৯২ শতাংশের টিকাকরণ হয়ে গেছে। এদিকে, ত্রিপুরা সরকার এখন পর্যন্ত ১১ লক্ষ ৬৮ হাজার ৩৭০টি ডোজ পেয়েছে। তার মধ্যে ৯ লক্ষ ৬৪ হাজার ৪৮০টি ডোজ ব্যবহার হয়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *