শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় ঝড়ের গতিতে বেড়েছে করোনার সংক্রমণ, দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিলও

আগরতলা: রাজ্যে ফের ঝড়ের গতিতে বাড়ল করোনার সংক্রমণ। সেই সঙ্গে দীর্ঘায়িত হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গতকালও মৃতের সংখ্যা ছিল একদিনে ছয়। স্বাভাবিকভাবে করোনা-র দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু মিছিলে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা রাজ্য। তবে গতকাল ত্রিপুরায় করোনার সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছিল, যা আজ ফের দুশ্চিন্তায় ফেলেছে। শুধু তা-ই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তে লাগাতার শীর্ষ হারে বৃদ্ধি চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না। তবে, দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিচ্ছে। কিন্তু লাগাতার তিনদিন ধরে একই হারে দৈনিক মৃত্যুর ঘটনা ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে।

ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ১৬,৯১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ৮৪১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। দৈনিক আক্রান্তের হার অনেকটাই বেড়ে হয়েছে ৪.৯৭ শতাংশ। এদিকে, ফের ছয়জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়েই রেখেছে। কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য। অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন। এক্ষেত্রে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যায় বেশি হওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৪১৯ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন। তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে। বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫,৬৭৭ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২,৭৩৬ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৪,১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে আরটি-পিসিআরে ৮১ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭৬০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে। কারণ দৈনিক সুস্থতার সংখ্যা আক্রান্তের তুলনায় বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৬৭৭ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫১,৯৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৪৫,৭১২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.৩৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.০৫ শতাংশ। এদিকে মৃতের হার ১.০১ শতাংশ। নতুন করে ছয়জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫২২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে থাকছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৪১৯ জন, দক্ষিণ জেলায় ১০০ জন, গোমতি জেলায় ৫৮ জন, ধলাই জেলায় ৬২ জন, সিপাহিজলা জেলায় ৪২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৬৪ জন, উনকোটি জেলায় ৭১ জন এবং খোয়াই জেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *