আগরতলা: ত্রিপুরায় করোনায় দৈনিক সংক্রমণ সামান্য বেড়েছে। সাথে কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, ১৪৫ জন সুস্থ হয়েছেন। তবে সংক্রমণের হার বেড়ে দাড়িয়েছে ২.২৬ শতাংশে। মৃত্যু হয়েছে একজনের। তাতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাড়িয়েছে ৯৮৯ জন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১০৬৫ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬২২৯ জনকে নিয়ে মোট ৭২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২০ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৪৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১৬৫ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। সংক্রমণের হার বেড়ে দাড়িয়েছে ২.২৬ শতাংশ।
এদিকে, সুস্থতা স্বস্তি দিয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৯৮৯ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮২২৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮০৪১৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.৭৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৭.৮৩ শতাংশ। এদিকে ০.৯৬ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৭৮৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, আবারও পশ্চিম জেলা করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৬২ জন, দক্ষিণ জেলায় ২৩ জন, গোমতি জেলায় ১৬ জন, ধলাই জেলায় ৫ জন, সিপাহিজলা জেলায় ১৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৮ জন, উনকোটি জেলায় ২৪ জন এবং খোয়াই জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।