শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে, নৈশকালীন কারফিউর মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, নির্দেশিকা জারি

সন্দীপ, আগরতলা: করোনার প্রকোপ অনেকটাই কমেছে ত্রিপুরায়। ফলে, কারফিউ কঠোর করার প্রয়োজন নেই বলে মনে করছে ত্রিপুরা প্রশাসন। পরিস্থিতি পর্যালোচনা করে করোনা নৈশকালীন কারফিউর মেয়াদ ৩০ সেপ্টেম্বর বাড়ানো হয়েছে। পূর্বের সময়সীমা অনুযায়ী ১ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৩০ সেপ্টেম্বর ভোর পাঁচটা পর্যন্ত বলবত্‍ থাকবে নয়া আদেশ।
নতুন বিজ্ঞপ্তি অনুসারে, বন্ধ ঘরে সভা কিংবা সমাবেশের ক্ষেত্রে মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন। বসার জন্য ২ গজ দুরুত্ব বজায় রাখতেই হবে এবং বিধিনিষেধ পালনের প্রমাণ হিসেবে ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, বিনা কারণে অথবা অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবেনা। পরিবারের সদস্যদের ছাড়া অন্য ব্যক্তিদের সাথে রাস্তায় কিংবা জনসমাগমস্থলে ৬ ফুট দুরত্ব বজায় রাখতে হবে। বিবাহের অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিতির অনুমতি নেই। তেমনি শ্রাদ্ধ কিংবা শবযাত্রায় ২০ জনের বেশি উপস্থিতির অনুমতি নেই। তবে, সমস্ত ধর্মীয় স্থানে জনগণের প্রবেশ উন্মুক্ত করা হচ্ছে। কিন্ত, করোনা বিধি কঠোরভাবে পালন করতে হবে। মাক্স পরা বাধ্যতামূলক রয়েছে।

নতুন আদেশে ব্যবসায়ীরা অনেকটাই খুশি হবেন। কারণ, আজকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে শুধু কোভিড বিধি মেনেই সিনেমা হল, মাল্টিপ্লেক্স, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম, এন্টারটেইনমেন্ট পার্ক, বার খোলা যাবে। এছাড়া, দোকানপাট, শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সেলুন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এমনকি, রেস্টুরেন্ট ও ধাবা একই সময় পর্যন্ত খোলা থাকবে। সমস্ত সরকারী এবং বেসরকারী কর্মক্ষেত্রে ১০০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। তবে যানজট এড়ানোর লক্ষ্যে ওই প্রতিষ্ঠানগুলি নির্দিষ্ট কিছু সময় ধরে কর্মীদের অফিসে আসার সূচী নির্ধারণ করবে। তাঁদের সকলকে সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে।

ত্রিপুরায় করোনার প্রকোপে কারফিউর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই, পরিস্থিতি পর্যালোচনা করে করোনা কারফিউর নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা সরকার। বিধিনিষেধে ছাড়ের ক্ষেত্রে পূর্বের আদেশ মতই ছাড় দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *