শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতি মোহন দাসের পদত্যাগ

সন্দীপ, আগরতলা: ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতি মোহন দাস পদত্যাগ করেছেন। বিধানসভার স্পিকার তাঁর পদত্যাগ পত্র আজ ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের হাতে তুলে দিয়েছেন। বিধানসভার সচিব বিষ্ণুপদ কর্মকার এ-বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আজ দুপুরে স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছেন রেবতি মোহন দাস। এ বিষয়ে তিনি বলেন, সম্পুর্ন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।

প্রসঙ্গত, বামপন্থী মতাদর্শে বিশ্বাসী রেবতি মোহন দাস ২০১৮ বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগ দেন। তিনি প্রতাপগড় এলাকায় প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্ত, অনিল সরকার প্রয়াত হওয়ার পর থেকে সিপিএম পার্টির সাথে দুরুত্ব শুরু হয়। একসময় তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকেই ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রতাপগড় কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। সিপিএমের ঘাঁটি ওই কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জয়ী হন।

ত্রিপুরায় ক্ষমতা বদল হওয়ার পর তাঁকে স্পিকার পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্ত, সংসদীয় রাজনীতির অভিজ্ঞতার অভাবে বিধানসভা পরিচালনা তাঁর পক্ষে খুবই কঠিন হয়ে দাড়িয়েছিল। ফলে, বিধানসভার স্পিকার বদলের দাবি উঠেছিল। ইতিপূর্বে একাধিকবার স্পিকার পরিবর্তনের জল্পনা দেখা দিলেও কার্যত কিছুই হয়নি। সম্প্রতি ত্রিপুরা মন্ত্রিসভা সম্প্রসারণের পর থেকেই স্পিকার বদলের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিলো।

আজ বিধানসভার স্পিকার পদ থেকে রেবতি মোহন দাস পদত্যাগ করেছেন। তিনি বলেন, আজ দুপুরে বিধানসভায় ডেপুটি স্পিকারের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছি। সম্পুর্ন ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। তার বেশি এখনই আমার কিছু বলা সম্ভব নয়। এদিকে, নতুন স্পিকার নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তীকে স্পিকার পদে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, তাঁর সংসদীয় রাজনীতির অসীম অভিজ্ঞতা রয়েছে। তবে, ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনকেও স্পিকার পদে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *