শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

জিএসটি ঘাটতির ক্ষতিপূরণ বাবদ ত্রিপুরা পেল ১০০.৮৮ কোটি, আসাম পেল ৮২৩.১৭ কোটি এবং মেঘালয় ৩৫.৪৭ কোটি টাকা

আগরতলা: জিএসটি ঘাটতির ক্ষতিপূরণ বাবদ ত্রিপুরা ১০০.৮৮ কোটি পেয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সেই অর্থ বরাদ্দ করেছে। মূলত, আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জিএসটি ঘাটতির ক্ষতিপূরণ বাবদ দেশের ২৬টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

প্রসঙ্গত, নির্দিষ্ট সময় অন্তর কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জিএসটি ঘাটতির ক্ষতিপূরণ রাজ্যগুলিকে মিটিয়ে দেয়। আজ ২৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল ক্ষতিপূরণের অর্থ পেয়েছে। তাতে, উত্তর-পূর্বাঞ্চল থেকে তিনটি রাজ্য ক্ষতিপূরণের টাকা পেয়েছে। ত্রিপুরা ১০০.৮৮ কোটি টাকা, অসম ৮২৩.১৭ কোটি টাকা এবং মেঘালয় ৩৫.৪৭ কোটি টাকা পেয়েছে।

অর্থ মন্ত্রকের মতে, ওই অর্থ রাজ্যগুলিকে স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতে এবং অন্যান্য পরিকাঠামোগত প্রকল্পের বাস্তবায়নে সহায়ক হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *