ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পৌর নির্বাচনে অবশেষে ৫১টি আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে শেষ সময়ে তৃণমূলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিন, ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে ‘খেলা হবে’ স্লোগান দেওয়া হয়। পরে তারা রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
তৃণমূলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের সময় বুধবার সেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিক প্রমুখ।
সুস্মিতা দেব জানান, সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। মানুষকে সঙ্গে নিয়ে তারা উন্নয়নমুখী পৌরসভা গড়তে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

