শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

আগামী মার্চ মাসে শেষ হবে আখাউড়া- আগরতলা রেললাইন নির্মাণ কাজ

সমরেশ বৈদ্য, চট্টগ্রাম: আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্প এলাকা সরেজমিনে দেখে গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজ কুমার গয়াল। শনিবার সকালে তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আখাউড়া চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আসেন। এরপর তিনি সড়ক পথে প্রথমে আখাউড়া গঙ্গাসাগর রেলষ্টেশন ও পরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্তে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের অগ্রগতি দেখেন।

তবে এসময় অতিরিক্ত সচিব রাজ কুমার গয়াল সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। প্রতিনিধি দলে থাকা ভারতীয় প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রমন সিংলা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ।

তিনি বলেন, আগামী বছরের মার্চের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হতে পারে। আখাউড়া-আগরতলা রেললাইন নির্মান কাজটি অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে। তিনি আরও বলেন এই প্রকল্পটির সঙ্গে দুই দেশের উন্নত সম্পর্ক জড়িয়ে আছে। এখন পর্যন্ত তৃতীয় দফা মেয়াদ বাড়িয়ে চললে প্রকল্পটির নির্মাণকাজ। করোনা প্রকোপ বাড়ার কারণে দফায় দফায় প্রকল্পটির কাজ বন্ধ ছিল। এখন আবারও শুরু হচ্ছে।

এরই মধ্যে ভারত থেকে রেললাইন এসে গেছে। তবে এপার আসতে সময় লাগছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এপারের প্রথম চালান চলে আসবে। ভারতের আগরতলা অংশে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আখাউড়া অংশেও দ্রুত কাজ হবে। এর আগে আখাউড়া চেকপোষ্টে রাজ কুমার গয়ালকে ফুল দিয়ে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও রেলওয়ে পরামর্শক অনিতা বারিক।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারি হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, আখাউড়া- আগরতলা রেললাইন প্রকল্প পরিচালক মো. সুবক্ত গীন এবং রেলওয়ে ও আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়ক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজ কুমার গয়াল প্রতিনিধি দল নিয়ে নীলফামারীর সৈয়দপুর, দিনাজপুরের পার্বতীপুর, যশোর এবং খুলনা জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ঘুরে দেখবেন বলেও জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *