শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরায় সাধারণতন্ত্র দিবসে মানুষের পূর্ণ স্বাধীনতার দাবি জানালেন রাজনৈতিক নেতারা

ত্রিপুরা, নিউজ ডেস্ক: ত্রিপুরা সরকারের পাশাপাশি আজ বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। আগরতলাসহ রাজ্যের অন্যান্য জেলাতেও দিনটি পালন করা হয়।এদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের তরফে রাজধানীর বনমালীপুর এলাকার ক্যাম্প অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা।

অনুষ্ঠান শেষে দলের ত্রিপুরা প্রদেশ স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক বলেন দেশের প্রজাতন্ত্রের ৭৩বছর হলেও এখন দেশবাসী পূর্ণরূপে স্বাধীনতা লাভ করতে পারেননি। এখন মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পায়নি, সামাজিক রাজনৈতিক স্বাধীনতা পায়নি। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নির্যাতিত হচ্ছে। বিভেদের রাজনীতিকে কায়েম করে বৃটিশ যে ভাবে ২০০বছর রাজনীতি করেছে ঠিক সে ভাবে এখন বিভেদ রেখা টেনে ধর্ম, বর্ণ ভাষার ভিত্তিতে ভাগ করে রাজনীতি করার চেষ্টা করছে কিছু কিছু রাজনৈতিক দল।

এই রাজনীতি চায় না তৃণমূল কংগ্রেস, সারাদেশে তৃণমূল কংগ্রেস দল নতুন বাতাবরণ তৈরি করতে সক্ষম হয়েছে। নতুন বাতাবরণ তৈরি করে তৃণমূল কংগ্রেস রাজ্যে আসতে পারে তার জন্য কাজ করছে। প্রতিদিন রাজ্য যেভাবে সংবিধান লঙ্ঘন হচ্ছে, আগেও গ্রাম পাহাড়ে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারত না এখনো বিজেপি সরকারের শাসন কালে মানুষ স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারছে না।

মানুষের মৌলিক অধিকার গুলি এই রাজ্যে বর্তমানে অচল হয়ে আছে। মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাচ্ছে বলেও এদিন জানান তিনি। সারা ভারত সারা ভারত কৃষক সভা এবং খেতমজুর ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। আগরতলা মেলার মাঠ এলাকার খেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির অফিসে পালন করা হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। খেতমজুর ইউনিয়নের নেতা পবিত্র কর বলেন ২০০ বছরের ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য সমাজের সকল স্তরের মানুষ কঠোর আন্দোলন করে ছিলেন।

তিনি আরো বলেন বর্তমানে যারা দেশ শাসন করছেন স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো অবদান ছিল না। তারা আজ জাতপাত এবং ধর্মীয় মেরুকরণের মাধ্যমে দেশ শাসন করছেন পাশাপাশি তারা আজাদী কি অমৃত মহোৎসব পালন করছেন। কিন্তু সেখানে প্রকৃত স্বাধীনতা যুদ্ধারা উপেক্ষিত। দিকে এখন দেশের সংবিধান আক্রান্ত গণতন্ত্র আক্রান্ত এই অবস্থায় সংবিধানকে রক্ষা করার জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। সকল দেশপ্রেমিক মানুষকে একত্রিত করতে হবে এই অঙ্গীকার নিয়ে এদিনের অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আগরতলার কৃষ্ণনগর এলাকায় দলীয় কার্যালয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি ডা মানিক সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকরা। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আলাদা আলাদাভবেপ্রজাতন্ত্র দিবস পালন করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *