ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ সীমান্তের কালিকাপুর এলাকা থেকে ৬ বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। ধৃতরা হলো সুব্রত দাস (৩২), বিশ্বজিৎ (২০), সৌরভ দাস (২০), কৌশিক দাস (২৩), হিমান দাস (২৪) এবং রিতন দাস (২৫)।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ঋষ্যমুখ আউট পোস্টের ওসি সঞ্জয় দাস তাদের গ্রেপ্তার করেছেন। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিলোনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনসহ পদস্থ আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধৃতদের বাড়ি বাংলাদেশের সোনামগঞ্জ জেলার হারনপুর এবং রামজীবনপুর এলাকায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। তারা জানিয়েছে কাজের উদ্দেশ্যে ত্রিপুরায় এসেছে। কিন্তু কি ধরনের কাজ করবে তারা তা কেউ বলতে পারেনি।
তাদের অনুপ্রবেশ নিয়ে পুলিশসহ সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, তারা যা বলছে তা কতটুকু সত্য তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে । তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী মামলা নিয়েছে পুলিশ।