ত্রিপুরা নিউজ ডেস্ক: বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের সহায়ক মূল্য প্রদানের আইন প্রণয়নসহ একাধিক দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন তার খেলাপি করছে, এই অভিযোগ সংযুক্ত কিষান মোর্চার। কেন্দ্রীয় সরকারের এই প্রতিশ্রুতি খেলাপির প্রতিবাদ জানাতে পথে নামলো সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা।
সোমবার তারা মিছিল সভা করে আগরতলার প্যারাডাইস চৌমহনীতে। সভায় সংগঠনের মোর্চা ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর বলেন ৯ ডিসেম্বর ২০২১ এ যেপ্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বছরব্যাপী কৃষকদের আন্দোলন স্থগিত হয়েছিল, মোদী সরকার তাদের দেওয়া সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। সংযুক্ত কিষান মোর্চার কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আর মোদী সরকারকে রেয়াত করা হবে না।
তিনি বলেন ন্যুনতম সহায়ক মূল্য প্রদানের জন্য আইন প্রণয়ন কৃষক আন্দোলনের সময় যে প্রায় ৫০০০ মামলা হয়েছে তা প্রত্যাহার, আন্দোলনের সময় মৃত কৃষক পরিবারের সদস্যদের সাহায্য প্রদান ও লখিমপুর খেরিতে কৃষক ও সাংবাদিক হত্যার মূল কারিগর কেন্দ্রীয় মন্ত্রিকে বরখাস্তের দাবিতে আগামী ১১ এপ্রিল থেকে ১৭ এপ্রিল রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালন করবে সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা।
এই আন্দোলনে সকলকে সক্রিয় অংশ গ্রহণের আহ্বান জানান। এই আন্দোলন কর্মসূচিতে সমস্ত দেশের কৃষকদের সংগঠিত করা হবে এবং মোদী সরকারের কৃষকদের প্রতি অবিচারের মুখের মত জবাব দেয়া হবে বলেও জানান।