ত্রিপুরা নিউজ ডেস্ক: অপ্রয়োজনীয় ২২৭টি আইন বাতিল হল ত্রিপুরায়। এ-সংক্রান্ত বিল আজ ত্রিপুরা বিধানসভায় পাশ হয়েছে।
এবিষয়ে আইন মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে গত ৪৯ বছরের অধিক সময়ে প্রচুর আইন প্রনয়ন হয়েছে।
যার অধিকাংশের এখন কোন কার্যকারীতা নেই। অবশ্য, এমনটা শুধু ত্রিপুরায় নয়, সারা দেশে বিভিন্ন রাজ্যে একই হল পরিলক্ষিত হয়েছে। তিনি বলেন, জাতীয় আইন কমিশন উপলব্ধি করেছে, অপ্রয়োজনীয় আইন বাতিল করা দরকার। তাই, রাজ্যগুলিকে সুপারিশ করেছে প্রয়োজন নেই এমন আইন বাতিল করা হোক। সে মোতাবেক ত্রিপুরায় ওই সুপারিশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। বিভিন্ন দফতর থেকে আইন বাতিলের অনুমোদন নেওয়া হয়েছিল। তারপরই, ২২৭টি অপ্রয়োজনীয় আইন বাতিলে কমিটির সুপারিশে এবং মন্ত্রিসভার অনুমোদনে আইন দফতর এসংক্রান্ত বিল এনেছে।
তিনি জানান, দ্য ত্রিপুরা রিপিলিং এন্ড সেভিং বিল ২০২২-র মাধ্যমে ২২৭টি অপ্রয়োজনীয় আইন বাতিল করা হয়েছে। আজ বিধানসভায় সর্বসম্মতিক্রমে ওই বিল পাশ হয়েছে।