শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরা বিজেপি অফিসে অগ্নিকাণ্ডের অভিযোগে গ্রেফতার ১ পলাতক ৬

ত্রিপুরা নিউজ ডেস্ক: মান্দাই এলাকায় বিজেপি’র দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে পুলিশ তিপ্রামথা দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। বিজেপির তরফে আরো ৬জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ত্রিপুরার পশ্চিম জেলার মান্দায় এলাকার বিজেপি দলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে সোমবার ওই এলাকাটি পরিদর্শনে যান ত্রিপুরা প্রদেশ বিজেপির একটি দল।

এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, সাধারণ সম্পাদক কিশোর বর্মন, দলে জনজাতি মোর্চার সহ-সভানেত্রী উত্তরা দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মাইনোরিটি মোর্চার নেতা জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা ওই জায়গায় পৌঁছে অগ্নিদগ্ধ দলীয় কার্যালয় দেখার পাশাপাশি স্থানীয় এলাকার মানুষের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে অবগত হন। এই ঘটনা সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে দলের সাধারণ সম্পাদক কিশোর বর্মন বলেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

ভারতের জাতীয় পতাকা, ত্রিপুরা রাজ্যের রূপকার বলে পরিচিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এবং বিজেপির দলীয় পতাকা পোড়ানো হয়েছে। তিনি বলেন দেশের কোনো রাজনৈতিক দলের নেতা জাতীয় পতাকা এবং ত্রিপুরা রাজ্যের রূপকার বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছবি পোড়াতে পারে না। এমন কাজ শুধুমাত্র জঙ্গি গোষ্ঠীর সদস্যরা করতে পারে। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বিজেপি। তিনি আরও বলেন যদি কেউ মনে করে যে এভাবে অগ্নিসংযোগ, ভয়-ভীতি দেখিয়ে রাজ্যের জাতি এবং জনজাতি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা সম্ভব হবে তাহলে তারা ভুল করছে।

পাশাপাশি তারা জিরানিয়া মহকুমার এইচডি প্রিয় এবং মান্দা থানার ওসির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। বিজেপি’র তরফে সাত জনের নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে এবং বাকি ছয়জন এই মুহূর্তে পলাতক রয়েছে বলে জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *