শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

৭ দফা দাবিতে ডেপুটেশন দিল ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন রাজ্য কমিটি

ত্রিপুরা নিউজ ডেস্ক: ৭দফা দাবিতে গতকাল শুক্রবার ত্রিপুরা খেত মজুর ইউনিয়নের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হলো আগরতলায়। মিছিলটি রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসের সামনে শেষ হয়।

এক প্রতিনিধি দল ৭দফার দাবী সনদটি ডেপুটেশন আকারে পশ্চিম জেলার জেলা শাসকের হাতে তুলে দেয়। মিছিলের নেতৃত্বে ছিলেন খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি ভানু লাল সাহা এবং রাজ্য সম্পাদক শ্যামল দে। দাবিগুলোর মধ্যে এম জি এন রেগা এবং শহরের টুয়েপ প্রকল্পে শ্রমিকদের বছরে ২০০দিন কাজের নিশ্চয়তা দিতে হবে।

সামাজিক ভাতা ২,০০০ টাকা করতে হবে, যারা সামাজিক ভাতা থেকে বাদ পড়েছেন তাঁদের আবার সামাজিক ভাতার আওতায় আনতে হবে, পেট্রোল- ডিজেল দাম নিয়ন্ত্রণ করতে হবে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, গৃহনির্মাণ প্রকল্পে ঘরের টাকা বৃদ্ধি করতে হবে, রাজ্যের সাংবিধানিক ও গণতন্ত্র রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে, কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সার বীজ সরবহ করতে হবে ও কৃষি জমিতে জল সেচের সুনিশ্চিত করতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *