শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে আটক একাধিক যুবক

ত্রিপুরা নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টার অপরাধে আটক একাধিক যুবক! এই ঘটনা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। এর জেরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২০১৬ সালের রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারী করে বলা হয় ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীতে লোক নিয়োগ করা হবে। সেই মত ত্রিপুরার বিভিন্ন জেলার যুবকরা চাকুরীর জন্য আবেদন করেন।

পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার পর তাদেরকে সফল বলে ঘোষণা দেওয়া হয় কিন্তু ২০১৮সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পালা বদল হওয়ার পর তাদের আর চাকুরি হয়নি বলে অভিযোগ এই চাকুরিতে সিলেক্ট হওয়া যুবকদের। এমন প্রায় ৫৫৮জন যুবক রয়েছেন। পরবর্তী সময় তাঁরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করে চাকরির আবেদন করেন।

তিনি সব শুনে তাদের আশ্বস্ত করেন যে তিন মাসের মধ্যে তাঁদের সমস্যার সমাধান করা হবে। কিন্তু মাসের পর মাস চলে গেলেও তাঁদের অফার ছাড়া হচ্ছে না বলে অভিযোগ। এদিকে কিছু দিন আগে ২০১৭সালে যারা ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনীর চাকরির জন্য আবেদন জানিয়েছিল তাঁদের অফার প্রদান করা হয়েছে। তাই তাঁরা আবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রথমে রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে এসে জড়ো হন এবং সেখান থেকে তাঁরা মুখ্যমন্ত্রী সরকারী বাস ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ তাঁদের বাধা দেয়।

তখন তারা অনুরোধ করে যে তাদের মাত্র দুই জন প্রতিনিধিকে যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু পুলিশ সেই অনুমতিও দেয় নি। উল্টো তাদের মধ্য থেকে কয়েকজন সদস্যকে আটক করে নিয়ে যায়। পুলিশের এই আচরণে রীতিমতো ক্ষোভ ব্যক্ত করেন চাকরি প্রত্যাশী যুবকরা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *