ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাধিস্থল সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করেছে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) মেয়র দীপক মজুমদার বুধবার এই তথ্য জানিয়েছেন।
ত্রিপুরার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন (এএমসি) বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের গণ সমাধিস্থল সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে।
এমনই একটি সমাধিস্থল হল আগরতলা শহরের কাছে জয়নগর কবরস্থান, যা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।
এএমসি মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে আগরতলা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একটি দল জয়নগর কবরস্থান পরিদর্শন করে এবং সমাধিস্থলের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন।
এই বিষয়ে দীপক মজুমদার বলেন, “এটি একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের এখানে সমাহিত করা হয়। এই সাইটটি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব”।
মজুমদার ত্রিপুরার আগরতলার কাছে জয়নগর কবরস্থান পরিদর্শনের সময় এলাকার স্থানীয় সম্প্রদায়ের প্রধানদের সাথেও কথা বলেছেন।
“এই এলাকাটি হিন্দু ও মুসলিম জনসংখ্যার শান্তিপূর্ণ সহাবস্থানের একটি নিখুঁত উদাহরণ। এখানে বসবাসকারী লোকেরা ধর্মীয় সম্প্রীতি ও শান্তির অনুপ্রেরণা,” মজুমদার বলেন।
উল্লেখ্য, ত্রিপুরার আগরতলা শহরে প্রায় আট থেকে নয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাধিস্থল রয়েছে।

