শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

তিনবিঘা করিডোর গেট বন্ধ: বাংলাদেশিদের ক্ষোভ প্রকাশ

বাংলাদেশ নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে তিনবিঘা করিডোর গেট বন্ধ করে দিয়েছিলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার সকাল ১১ টা ১৮ হতে পরবর্তী ১ ঘন্টা ৪৭ মিনিটের জন্য এ গেট বন্ধ করে দেয় তারা।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র আগমনকে কেন্দ্র করে গেট বন্ধ করা হয়। এতে ওই এলাকার হাজার হাজার বাংলাদেশি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়।

না জানিয়ে হঠাৎ করে গেট বন্ধ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজ।

জানা গেছে, তিনবিঘা নামক এ করিডোরটি ১৯৯২ সালে থেকে ৯৯ বছরের জন্য লিজ নিয়ে ব্যবহার করে আসছে বাংলাদেশ। সেই তিনবিঘা করিডোর আন্তজার্তিক চোরাচালান রুট হিসাবে ব্যবহার হচ্ছে এমন অভিযোগের সত্যতা দেখতে পরিদর্শনে আসেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু শুক্রবার দুই দেশের মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই করিডোরের গেটটি বন্ধ করে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

তিনবিঘা আন্দোলন কমিটির নেতা রেজানুর রহমান রেজা জানান, এ গেট বন্ধ করে দেয়ার মধ্য দিয়ে ভারত আমাদের স্বাধীনতার উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, না জানিয়ে গেট বন্ধ রাখার কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হয়েছে।

বিজিবি’র ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কণের্ল আজমল হোসেন জানান, দীর্ঘক্ষণ গেট বন্ধের কারণ বিএসএফ’র কাছে জানতে চাওয়া হবে। এ নিয়ে আমরা আলোচনা করবো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *